কক্সবাজারে ধানক্ষেতে মিলল ১০ হাজার পিস ইয়াবা
প্রকাশ: ২০১৮-১১-২৫ ০৭:২৭:০৬ 116 Views

কর্ণফুলী ডেস্ক :
কক্সবাজারের টেকনাফের চান্দুলিয়াপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চান্দুলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ধানক্ষেতের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ৩০ লাখ টাকা। বর্তমানে ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST