জলাবদ্ধতায় পানিবন্দি হাজার হাজার মানুষ
প্রকাশ: ২০২০-০৬-১৯ ০৮:৫১:২৯ 153 Views

নারায়ণগঞ্জ বন্দরে জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবং জমিতে পানি আটকে মাছ চাষ করায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অধিকাংশ এলাকা। গত দুই দিনের বৃষ্টিতে একরামপুর, ইস্পাহানী, দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা এলাকা নিমজ্জিত হয়।ফলে পানি বন্দি হয়ে পড়েন কয়েক হাজার মানুষ।২৫ নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, চৌরাপাড়া -লক্ষন খোলা এলাকায় মৎস্য চাষ করছেন স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে মোঃ হোসেন,নাসিক কাউন্সিলরের উকিল জামাতা, মোঃ রাজু, সহ আরো অনেকে পানি আটকিয়ে ফসলি জমিতে মৎস্য চাষ করে। যার ফলে অল্প বৃষ্টিতে জনগনের ঘরে পানি ঢুকে পরে রাস্তাঘাট ডুবে যায়। প্রায় পাচশতাধিক পরিবার পানি বন্ধি অবস্হায় দিন যাপন করছে এবং রাএে সাপের ভয়ে রাএি যাপন করছে জনগন।প্রভাবশালী ব্যক্তিরা পানি আটকে ফসলি জমিতে মাছ চাষ করেন। এতে বৃষ্টির পানি বিল বা জলাশয়ে নেমে যেতে পারে না। ফলে অল্প বৃষ্টিতে পানি জমে যায়। জনগনণর ঘরে পানি ঢুকে পরে।রাস্তাঘাট ডুবে যায়। এ ওয়ার্ডের প্রায় পাচশতাধিক পরিবার পানিবন্দি অবস্হায় দিন যাপন করছেন।তারা সাপের ভয়ে রাএি যাপন করছেন বলে জানান। কতিপয় অসাধু মৎস্য চাষীরা নিজেদের মুনাফা করছে।পানিবন্দি মানুষেরা তাদের কবল থেকে মুক্তি চায়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST