প্রবাসী বাংলাদেশি বাহরাইনের রিফা তে বসবাস কারী , মৃত্যুর মিছিলে যোগ আমাদের চট্টগ্রামের বদিউল আলম প্রকাশ( টূনূ) আর নেই
প্রকাশ: ২০২০-০৬-১৫ ০৪:৫১:২২ 338 Views

প্রবাস ডেস্ক: সুকান্ত দেব, বাহরাইন প্রতিনধি, মৃত্যুর মিছিলে যোগ আমাদের চট্টগ্রামের বদিউল আলম প্রকাশ( টূনূ) আমাদের চ্যানেল কর্নফূলির প্রতিনিধি কে মৃত ব্যক্তির ছোট ভাই আলি জানান,জিবিকার তাগিদে ৮ বছর আগে বাহরাইন পাড়ি জমান,টূনূ ভাগ্য পরিবরতনের আশায়,তিনি বাহরাইনের রিফা তে বসবাস করতেন,বাহরাইনের আল সাদিম নামক এক বিলডিং কনস্ট্রাকটিং সাপ্লাই কম্পানিতে কাজ করতেন,শারিরিক অবস্থা অবনতি হলে জুন মাসের ৮ তারিখ সকাল বেলা,টূনূ সালমানিয়া হাসপাতলে আসেন চিকিতসার জন্য, তিনি আজ ভোরে হাসপাতলে heart stroke করে মারা যান, তাহার বয়স ৫০ বছর,আমাদের প্রতিনিধি কে আরো বলে তাহার পরিবার তার স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে আছেন,দুতাবাস সুত্রে জানানো হয়,চটগ্রাম বিভাগিয় পরিসদকে,লাশ দেশে যাবেনা, আইনি প্রক্রিয়া শেস করে বাহরাইনে দাফন করা হবে। তাহার গ্রামের বাড়ি মাহমুদাবাদ, সারেং বাড়ি , থানা সিতাকুনড,জেলা, চটগ্রাম।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST