এনজিও’র কিস্তি পরিশোধের চাপে নারীর আত্মহত্যা
প্রকাশ: ২০২০-০৬-১০ ০৪:৫২:২৪ 2155 Views

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঋণ ও এনজিও’র কিস্তি পরিশোধের চাপে আত্মহত্যা করেছেন তিন সন্তানের জননী নিপা আক্তার (৩১)। ওই নারী মালয়েশিয়া প্রবাসী ওয়াদ আলীর স্ত্রী।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রাদী গ্রামের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে পারিবারিকভাবে অনুষ্ঠান করে স্থানীয় ওয়াদ আলীর সঙ্গে বিয়ে হয় নিপার। ৫ বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যান। বর্তমানে সেখানে লকডাউন থাকায় গ্রাম থেকে বিদেশে অর্থ পাঠাতে হতো। পাশাপাশি সংসার খরচ, ঋণ এবং এনজিওর কিস্তির অর্থ নিপাকেই পরিশোধ করতে হতো। গত কয়েকমাস ধরে কিস্তি ও ঋণের টাকা পরিশোধ করতে না পারায় চাপে পড়েন নিপা। সেই চাপ সামলাতে না পেরে তিনি আত্মহত্যা করেন।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর আলী আজগর জানান, শুনেছি পাওনা টাকা ও সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে হতাশায় ভুগছিলেন তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঋণের চাপে ও কিস্তি পরিশোধ করতে না পারার পাশাপাশি পরিবারের খরচ চালাতে হিমশিম খেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।এমনই ধারণা স্থানীয় ও পরিবারের সদস্যদের।দুপুরে অবিভাবকদের অনুরোধে বিনা ময়নাতদন্তে নিপার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST