কক্সবাজারে বিএমএসএফ বিভাগীয় সম্মেলনের প্রস্তুতি সভা
প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৪:৪৩:০৫ 403 Views

সেলিম উদ্দীন,কক্সবাজার প্রতিনিধি :-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ০১ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বিভাগীয় সম্মেলন সুষ্টভাবে সম্পন্ন করতে বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক আলোকিত উখিয়া কক্সবাজার কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার আহবায়ক, উখিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজান উর রশিদ মিজান সভাপতিত্ব করেন। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আলোকিত উখিয়ার উখিয়া উপজেলা প্রতিনিধি মৌঃ শাকুর মাহমুদ চৌধুরী।সভায় আসন্ন বিভাগীয় সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারসংক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব গ্লোবাল টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক জনকন্ঠ মহেষখালী প্রতিনিধি আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন যথাক্রমে মাঃ সেলিম উদ্দিন, সাঈদী আকবর ফয়সাল,মিজবাহ উদ্দীন, নাজিম উদ্দিন,মোঃ আমিন,জিয়াউল হক জিয়া, প্রমুখ। সভায় বক্তাদের উপস্থাপিত প্রস্তাবের আলোকে সভার সভাপতি সাত সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন কমিটি করেন। সাংবাদিক আবদুর রাজ্জাক কে প্রধান করে সাংবাদিক মোঃ শহীদুল্লাহ (মেম্বার),জসীম উদ্দিন চৌধুরী, মাস্টার সেলিম উদ্দিন,জেলা সদস্য সচিব জসীম উদ্দিন, সাংবাদিক নাজিম উদ্দিন, জিয়াউল হক জিয়াকে সদস্য করা হয়। বিভাগীয় সম্মেলন সম্পন্ন কল্পে বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার জেলা প্রতিনিধি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলকে বিএমএসএফ কক্সবাজারের পক্ষে প্রধান নির্বাচন কর্মকর্তা হিসাবে মনোনীত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বরের বিভাগীয় সম্মেলনের সফলতা কামনায় সকল সদস্যদের আন্তরিক ভাবে সহযোগিতা করার আহবান জানিয়ে সভাপতি সভা সমাপ্তি করেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST