গোপালগঞ্জ থেকে চুরি যাওয়া ট্রাক বাগআঁচড়ায় উদ্ধার
প্রকাশ: ২০১৮-১১-২৪ ০৭:৫৮:১৮ 104 Views

Spread the love
এম ওসমান, বেনাপোল প্রতিনিধি :
গোপালগঞ্জ থেকে চুরি যাওয়া ট্রাক (ঢাকামেট্রো-ড-১১-৪০০২) যশোরের শার্শার বাগআঁচড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক চুরির অপরাধে হেলপার ইব্রাহিম চৌধুরী (২৫) কে আটক করা হয়। সে গোপালগঞ্জের খানার পাড়া গ্রামের ফরহাদ হোসেন চৌধুরীর ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম জানায়, ইব্রাহীম চৌধুরী গোপালগঞ্জের জিতেন বাবুর ট্রাকে হেলপারের কাজ করত। কয়েকদিন আগে সে ট্রাকটি চুরি করে খুলনায় নিয়ে আসে। সেখানে সে ট্রাকের কিছু যন্ত্রাংশ বিক্রী করে বৃহস্পতিবার রাতে বাগআঁচড়া জোহরা ফিলিং ষ্টেশনে তেল নিতে আসলে গোপালগঞ্জ থানার এস আই অখিল কুমার বিশ্বাসের দেয়া তথ্যমতে বাগআঁচড়া পুলিশ ট্রাকটি জব্দ করার পাশাপাশি ইব্রাহিমকে আটক করে। ঐ রাতেই গোপালগঞ্জ থানা পুলিশ ইব্রাহিমকে নিয়ে যায়। এব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি চুরি মামলা হয়েছে।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ সুকদেব রায় ট্রাকচুরির বিষয়টি নিশ্চিত জানান, আসামীকে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি বাগআঁচড়া পুলিশের হেফাজতে রয়েছে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST