খুটাখালীতে ইউনিটি কমেন্সিং সোসাইটির অফিস উদ্বোধন
প্রকাশ: ২০১৮-১১-২৩ ১৫:৪০:৩৮ 449 Views

সেলিম উদ্দীন,কক্সবাজার।
“অসহায়ত্বের পাশে আছি, পাশে আছি নির্ভয়ে” শ্লোগানে চকরিয়া উপজেলার খুটাখালীতে মানবকল্যানমূলক সামাজিক সংগঠন ইউনিটি কমেন্সিং সোসাইটির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে খুটাখালী বাজারস্থ ভাই ভাই শামসুল আলম মার্কেটের দ্বিতিয় তলায় আনুষ্টানিকভাবে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নুরুল হক। সংগঠনের উপদেষ্টা ও নতুন অফিস আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোছাইনের পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি পরিষদের সভাপতি কিশলয় স্কুলের সহকারী শিক্ষক কাজী মোঃ আফ্ফান চৌধুরী। সংগঠনের অর্থ সম্পাদক ও কিশলয় স্কুলের সহকারী শিক্ষক মোঃ নুর খাঁনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সুচনা করা হয়। এতে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল হক, আইডিএস সভাপতি ও ব্যাংকার খালেদ মুর্শেদ হিরু ও মিলেনিয়াম স্কলার্স প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান চৌধুরী বক্তব্য রাখেন। এসময় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, উপদেষ্টা মঈনুদ্দীন মানিক, সদস্য রেজাউল করিম, এড.এসএম জসিম উদ্দীন জিহাদী, প্রভাষক আনোয়ার হোছাইন, সাইফুল ইসলাম, ইয়াছমিন আকতার, সেলিনা আকতার, ইমরান খান আনারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টানের সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে সংগঠনের সার্বিক সফলতা কামনা করে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন। পরে দোয়া ও মুনাজাত করেন কিশলয় স্কুল মসজিদের ইমাম মাওলানা নুরুল হক।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST