‘বিএনপি ও ঐক্যফ্রন্ট ইসিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে’
প্রকাশ: ২০১৮-১১-২৩ ১৪:৫১:৫০ 754 Views

বিএনপি ও ঐক্যফ্রন্ট উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ১৪ দল।
আজ শুক্রবার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ৮ দফা অভিযোগের একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে ঐক্যফ্রন্ট নেতাদের বিরুদ্ধে পাল্টা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়।
নির্বাচন কমিশনের কাছে প্রশাসনের কর্মকর্তা বদলির বিএনপির দাবি অযৌক্তিক ও ইসির প্রতি মনস্তাত্বিক চাপ বলে মনে করে ১৪ দল। এছাড়া সংখ্যালঘু নির্যাতন ও দেশি বিদেশি পর্যবেক্ষকের নামে কেউ যেন সীমা লঙ্ঘন না করে সে ব্যাপারে সতর্ক থাকতে ইসির প্রতি আহ্বান জানায় ক্ষমতাসীন এ জোট।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘বিএনপি যে সমস্ত কথা উত্থাপন করছে সেটা বানোয়াট, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত, নির্বাচন কমিশনকে ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য। এরা এক ঢিলে দুই পাখি মারতে চায়। একদিকে তারা বিভিন্ন রকম অজুহাত সৃষ্টি করবে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে আবার অন্যদিকে তারা তাদের নিজস্ব যে হিডেন এজেন্ডা আছে যেটা জাতির কাছে এখনো স্পষ্ট নয় সে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে।’
মনোনয়ন প্রক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পৃক্ততা সংবিধান লঙ্ঘন বলে দাবি করে ১৪ দল।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST