ফেসবুক মনিটরিং করার চিন্তা আছে ইসির
প্রকাশ: ২০১৮-১১-২৩ ১৪:৪৭:২৩ 731 Views

কর্ণফুলী ডেস্ক :
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘‘সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করার বিষয়ে আমাদের চিন্তা আছে।’ এ ব্যাপারে আগামী ২৬ নভেম্বর আইনশৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবে ইসি।
আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পর্যবেক্ষণ করবেন কিনা, আর করলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্ন করা হয় ইসি সচিবকে।
এ ব্যাপারে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করার বিষয়ে আমাদের চিন্তা আছে। কেউ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো রকম গুজব, অপপ্রচার ও প্রোপাগাণ্ডা চালাতে না পারে সে বিষয়ে করণীয় ঠিক করতে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন), মোবাইল অপারেটর এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা প্রপাগাণ্ডা নিয়ন্ত্রণে কাজ করে, তাদের সাথে আগামী ২৬ নভেম্বর একটি বৈঠক হবে। গুজব রোধে আমরা কী করতে চাই আর তা কীভাবে করা সম্ভব হবে এসব নিয়ে ওইদিন বৈঠকে বিস্তারিত আলোচনা করব।’
সচিব বলেন, ‘গুজব রোধ করে ভোটের দিনের পরিবেশ ঠিক রাখার বিষয়টি টেকনিক্যাল। তবে ভোটের দিন ফেসবুক বন্ধ রাখার পরিকল্পনা আপাতত ইসির নেই।’
ফেসবুকে নির্বাচনী প্রচারণার বিষয়ে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ আরো বলেন, ‘এই বিষয় নিয়েও ওই ২৬ তারিখের বৈঠকে বিস্তারিত কথা হবে।’
সম্প্রতি এ বিষয়ে কথা হয় নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলামের সঙ্গে।
রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময় নানা ধরণের গুজব ছড়ানো হয়। এটা প্রমাণিত। রাজধানীর ঝিগাতলায় ছাত্র আন্দোলনের সময় গুজব ছড়িয়ে পরিবেশকে অস্থিতিশীল করে ফেলা হয়েছিল। আসন্ন নির্বাচনেও ঠিক তেমনটি হতে পারে। নাও হতে পারে। তবে এত বৃহৎ একটা স্পেস মনিটরিং করা কঠিন।’
রফিকুল ইসলাম আরো বলেন, ‘সকল বিষয়ে যদি আমরা খুব সুচারুভাবে নজর দেই, তখন আবার অনেকে তার ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলতে পারে। সুতরাং সব বিষয়কে মাথায় রেখে কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে।’
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST