নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্যের’ আত্মপ্রকাশ
প্রকাশ: ২০১৮-১১-২৩ ০৯:১৭:৪৬ 190 Views

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক জোট ‘গণঐক্য’। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে এই জোটের অপর শরিকদল বাংলাদেশ মুসলীম লীগ।
শুক্রবার( ২৩ নভেম্বর) সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে জানানো হয়, আসছে নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি রয়েছে তাদের।
ববি হাজ্জাজ বলেন, ‘আমরা বিজ্ঞানভিত্তিক হিসাব থেকে বলতে পারি, দেশের অধিকাংশ মানুষ দেশের প্রচলিত বড় দলগুলোর সমর্থক নয়। তারা অর্থবহ বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের অভাবেই প্রধান দলগুলোকে নিজেদের ভোট প্রদান করে থাকেন।’
তিনি বলেন, ‘আমরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে চাই। গণঐক্য হবে জনসম্পৃক্ত ও গণমানুষের জোট। দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা সৃষ্টির লক্ষে যারাই কাজ করতে চাই, তাদের সবাইকে গণঐক্য প্রক্রিয়ায় আমরা স্বাগত জানায়।’
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST