বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫ হাজার ৩০০
প্রকাশ: ২০২০-০৫-১৩ ০৫:০৬:২৪ 112 Views

তিনদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু বাড়লো আবারও। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দু’লাখ সাড়ে ৯২ হাজারে। মোট আক্রান্ত সাড়ে ৪৩ লাখের কাছাকাছি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ হাজার।
কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় মঙ্গলবারও সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছে প্রায় ১৬শ’ মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮৩ হাজার। মোট আক্রান্ত ১৪ লাখের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে, মহামারির নতুন কেন্দ্রস্থল ব্রাজিলে। এদিন রেকর্ড ৮৮১ মৃত্যু হয়েছে দেশটিতে; প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১২ হাজারে। আক্রান্ত পৌনে দু’লাখের বেশি মানুষ। যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে ৬২৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬শ’। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া দু’লাখ। ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে কমছে প্রাণহানি। এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজার মৃত্যু হয়েছে এই একটি অঞ্চলেই।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST