কক্সবাজারে বাস চাপায় যুবক নিহত
প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৪:৪২:১২ 582 Views

সেলিম উদ্দীন,কক্সবাজার প্রতিনিধি
চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে ঈদগাঁও- ইসলামাবাদ পয়েন্টে সেন্টমার্টিন পরিবহনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম (২৬) সদরের পোকখালীর পশ্চিম ইছাখালীর বেলাল আহমদের ছেলে বলে জানা গেছে। ১৭ নভেম্বর রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী রাস্তার মাথা নামক এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শফিক নতুন অফিস থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিল।প্রতিমধ্যে রাস্তার মাথা এলাকায় পৌছলে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট জসিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পুর্বক লাশের সুরহাতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছের হস্তান্তর করেন। জানতে চাইলে সার্জেন্ট জসিম উদ্দীন জানান, সেন্টমার্টিন পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে ।সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের সদস্যরা বিনা ময়না তদন্তে দাফনের আবেদন করলে লাশ হস্তান্তর করা হয়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST