ক্সবাজারের ট্রাফিক পরিদর্শকের ঢাকায় আত্মহত্যা
প্রকাশ: ২০১৮-১১-১৭ ০৬:৪৮:১৭ 144 Views

কর্নফুলী ডেস্কঃ
রাজধানীর উত্তরার ৯নং সেক্টরের একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আজহার চৌধুরী (৪২) কক্সবাজারের ট্রাফিক পরিদর্শক (টিআই) হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সেখান থেকে ছুটিতে ঢাকার উত্তরার ভাড়া বাসায় এসেছিলেন তিনি। পরিবারের দাবি, বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজহার চৌধুরী। তবে মৃত্যুর কারণ সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের এক আত্মীয় জানান, সকালে তার স্ত্রী জানিয়েছেন আজহার বাসার নিজ রুমে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর তারা দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফেলেন। এ সময় তিনি দেখতে পান রুমের সিলিং ফ্যানের সঙ্গে আজহার গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। পরে উত্তরা আধুনিক মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, চলতি সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি হয়ে কক্সবাজারে যান টিআই আজহারুল। ঢাকায় বদলির জন্য আবেদন করার কথা বলে ছুটিতে আসেন তিনি। উত্তরার ভাড়া বাসায় তার স্ত্রী ও তিন ছেলেমেয়েসহ বসবাস করতেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। উত্তরা পশ্চিম থানা এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বদলি নিয়ে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। টিআই আজহারের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি দীর্ঘদিন গাজীপুর জেলায় ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানান। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই জামান জানান, খবর পেয়ে আজহারের বাসায় এবং উত্তরা আধুনিক মেডিকেলে থানা থেকে ওসি আলী হোসেন খান ও একাধিক টিম সেখানে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST