দামুড়হুদায় নিজের মেয়ে ধর্ষণের দায় ধর্ষক পিতা গ্রেফতার
প্রকাশ: ২০১৮-১১-১৭ ০৫:১৫:০৬ 129 Views

কর্ণফুলী ডেস্কঃ
জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ভূমিহীনপাড়ায় লম্পট পিতার লালসার স্বীকার হয়ে নাবালিকা মেয়ে ধর্ষনের স্বীকার হয়েছে। এ ঘটনায় নাবালিকা মেয়ে ২ মাসের অন্তসত্তা হয়ে পড়ে।ধর্ষক পিতা লম্পট আজাদকে আটক করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। লম্পট আজাদ উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের নতুন গ্রামের আঃ জলিল মোল্লার ছেলে।
জানা গেছে লম্পট আজাদ বিগত কয়েক মাস যাবত তার আপন নাবালিকা কন্যা আছুরা ছদ্মনাম(১২) কে ফুসলিয়ে ধর্ষন করে লম্পট আজাদ। এক পর্যায়ে আছুরা অন্তসত্তা হয়ে পড়ে।বর্তমানে আছুরা ২ মাসের অন্তসত্তা।বিষয়টি গতকাল মেয়ের মা রশিদা জানতে পারে। বিষয়টি নিয়ে জানাজানি হলে গতকাল শক্রুবার দুপুর ২ টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান আসাদ,এ এস আই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ধর্ষক লম্পট আজাদকে আটক করে।সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত শামীমুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরেই লম্পট আজাদকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে কার্পাসডাঙ্গা পুলিশ।
এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।লম্পট আজাদের শাস্তির দাবীতে ফুঁসে উঠেছে এলাকাবাসী।কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে ধর্ষক আজাদের ফাঁসির দাবীতে মিছিল করে গ্রামবাসী।এ ঘটনায় গতকাল বিকাল ৩ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এসপি সার্কেল আবু রাসেল।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST