সোয়াইন ফ্লু থেকে করোনা ১০ গুণ বেশি প্রাণঘাতী
প্রকাশ: ২০২০-০৪-১৪ ০৬:২৯:৪৫ 108 Views

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সোয়াইন ফ্লু থেকে ১০ গুণ বেশি শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) জেনেভা থেকে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস এক বিবৃতিতে জানান, সোয়াইন ফ্লু’র থেকেও অনেক বেশিমাত্রায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
তিনি বলেন, আমরা জানি করোনা ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আর এটা অনেক বেশি প্রাণঘাতী। নার্সিং হোমের মতো জায়গায় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে টেস্ট করে আইসোলেট করলে সমাধান আসা সম্ভব।
তিনি আরও জানান, অনেক দেশে প্রতি ৩-৪ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তাই এখনও সতর্কতা কমানোর সময় আসেনি।
২০০৯ সালে গোটা বিশ্বেই মহামারির আকার নিয়েছিল সোয়াইন ফ্লু। আক্রান্ত হয়েছিল ১৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছিল ১৮ হাজারের বেশি মানুষের।
এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৯৯ জনের। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST