সৌদিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
প্রকাশ: ২০২০-০৪-১২ ০৭:৫০:০১ 203 Views

করোনা সংক্রমণ প্রতিহত করতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সৌদি সরকার। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা চলবে বলে ঘোষণা দিয়েছেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।
আরব নিউজের খবরে বলা হয়, দেশটিরস্বস্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজ্যের সব শহর, গভর্নরেট ও আবাসিক এলাকায় পূর্বঘোষিত সতর্কতামূলক নিষেধাজ্ঞাগুলোর সময় বাড়ানো হয়েছে। এর আগে ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল সৌদি প্রশাসন।
গত সপ্তাহে রাজধানী রিয়াদ, মক্কাসহ অন্যান্য বড় শহরগুলোতে দিনরাত ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এবার সেইসব নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত জারি থাকবে বলে জানালেন সৌদি বাদশা। সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩ জনের শরীরে, মারা গেছেন ৫২ জন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST