ছবি প্রকাশে অনিচ্ছুক, আধুনগরে ৭০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করে নজির স্থাপন করেন সমাজ সেবক আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন চৌধুরী।
প্রকাশ: ২০২০-০৪-০৩ ১১:৩৯:১১ 410 Views

করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের বাড়িতে বাড়ীতে খাবার পৌঁছে দিয়েছেন সমাজ সেবক ও আধুনগর ইউনিয়নের আগামীদিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নাজিম উদ্দীন তার নিজস্ব অর্থায়নে ৭শত পরিবারকে চাল, পেঁয়াজ ,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের প্যাকেট দেন সমাজ সেবক নাজিম উদ্দীন। করোনা পরিস্থিতিতে সীমাহীন দুর্ভোগে পড়া জনসাধারণ ত্রাণ পেয়ে মহাখুশি। তিনি আরো বলেন আমরা যাদের কে ত্রান সামগ্রী বিতরণ করছি তারা ভিক্ষুক নই তারা পরিস্থিতির শিকার তাই বর্তমান চারদিকে ত্রান সামগ্রী বিতরণ করে ছবি প্রকাশের রাজনীতি চলছে আমি তার উদ্ধে উঠে ঘুনে ধরা সমাজ কে পরির্বতন করতে আমার এই ভিন্ন ধরনের উদ্যোগ। তাই কোন প্রচার ও ছবি না তুলে রাতে অসহায় মানুষের পাশে আমার ব্যক্তিগত তহবিল থেকে দাড়িয়েছি।লোক দেখানোর জন্য নই আমি মহান আল্লাহর পাকের সন্তুষ্টি অর্জনের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দীন আরো বলেন, যারা রিকশা চালান, দিনমজুর সেইসব খেটে খাওয়া মানুষ দুরাবস্থা আছেন।কাজ না পেয়ে অনেকে না খেয়ে আছেন ত্রাণ বিতরণকালে দরিদ্র পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা প্রকৃত অর্থেই খুব কষ্টে আছেন। সামান্য সাহায্য পেয়েও তারা খুশি হয়েছেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST