রাঙ্গুনিয়া ফুলবাগিছা মাদ্রাসার হেফজখানার ছাত্র তানভীর আহমদ নিখোঁজ! সন্ধান চাই বাবা
প্রকাশ: ২০২০-০৩-০৭ ১৫:৪২:৫৫ 1751 Views

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিছা আজিজুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ তানভীর আহমদ,গতকাল সন্ধায় নিজ মাদ্রাসা হতে নিখোজ হন, এলাকা সূত্রে জানা যাই সে মেধাবী নম্রভদ্র একজন ছাত্র, তিনি মাদ্রাসার আবাসিক হোষ্টেলে থেকে লেখাপড়া করে আসছিল, হঠাৎ তার খোজ পাওয়া না গেলে, তার মা বাবা বিভিন্ন জায়গায় আত্নীয়স্বজন পাড়া পড়শি আশপাশের চারিদিকে খোজাখোজি করে কোন হদিস না পেয়ে নিকটস্হ থানায় নিখোজের সাধারণ ডায়রি করে, রাঙ্গুনিয়া থানায় জিডি নাম্বার ৩৩২,
তার পরনে ছিল নীল পাঞ্জাবী,সাদা পাজামা ও সাদা টুপি,তার আনুমানিক বয়স১১,
যদি কোন হৃদয়বান ব্যক্তি এই ছাত্রটির খোজ পেয়ে থাকেন তাহলে নিম্মে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরুদ রহিল,
ছাত্রের নাম মোহাম্মদ তানভীর আহমদ
পিতা আবুল হাশেম
মাতা মাকসুদা বেগম
বর্তমান ঠিকানা
ফুলবাগিছা সর্দার পাড়া
১নং ওয়ার্ড ১৪নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন
থানা রাঙ্গুনিয়া জেলা চট্রগ্রাম
মোবাইল নাম্বার 01837 888927 & 01845 768308
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST