লোহাগাড়ায় ভয়াবহ অাগুনে পুড়লো ৬ দোকান- ৫০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশ: ২০২০-০২-১১ ০৯:১২:১৫ 189 Views

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের
খাঁন মোহাম্মাদ সিকদার পাড়া এলাকায়
ভয়াবহ অাগুনে পুড়লো ৬ দোকান।
এতে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
স্থানীরা জানান, গতরাত আনুমানিক ৩টার সময় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে মুহুর্তেই পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।
সাথে সাথে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা দোকান মালিক ও স্থানীয় কেউ বলতে পারছেন না।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সাইফুল ইসলাম ( মুদির দোকান) , নাছির উদ্দিন ( চা দোকান) , জাহাঙ্গীর ( মুদির দোকান), জাহাঙ্গীর ( মুরগীর দোকান) মিলন ( লন্ড্রী) মোজ্জাম্মেল ( মুদি দোকান।
এদিকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সদর ইউপির চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, স্হানীয় ইউপি সদস্য আবদুস ছবুর কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর তাঁতীলীগের সভাপতি রাশেদ সহ অন্যরা।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দানের আশ্বাস দেন জিয়াউল হক চৌধুরী বাবুল।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান শাকিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST