ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ আটক – ২।
প্রকাশ: ২০২০-০২-০৫ ১১:২৭:১০ 189 Views

রবিউল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব। গেল রাতে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, জেলার ডাকবাংলার নাথকুন্ডু এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টরে পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আসাদুল ইসলাম ও আশানুর রহমান নামের ২ জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি পিস্তল, ১ টি কাটা রাইফেল ও ২ রাউন্ড গুলি। আটককৃত দুজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও আলমডাঙ্গায়। আটককৃতরা সন্ত্রাসী, তাদের নামে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যা ব। আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST