নুরে বাংলাকে ২দিন রিমান্ড দেয়ায় আইনজিবীদের উল্লাশ!
প্রকাশ: ২০২০-০১-১৩ ১২:০৭:২৯ 11787 Views

Spread the love
শিহাব উদ্দীন, লোহাগাড়া।
শাহ্ আহমদ শফি, ড.মিজানুর রহমান আজহারী ও মুফতি আমির হামজাসহ বিভিন্ন ওয়াহাবী সমর্থিত মৌলানাদের নাম ব্যঙ্গ করা ও নানা আজগুবি কথাবার্তা বলে মানহানি করা ও অবমাননাকর বক্তব্য দেওয়ায় দায়ের করা তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার হওয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও ধর্মীয় আলোচক হযরত মাওলানা প্রকাশ নুরে বাংলা কে মহামান্য আদালত দুইদিন রিমান্ড দিয়েছে।। সে খুশিতে চট্টগ্রাম আদালত পাড়ায় রাষ্ট্রপক্ষের আইনজিবী এডিশনাল পিপি কামাল উদ্দিনসহ সতীর্থদের বাঁধ ভাঙ্গা উল্লাস।।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST