ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ছনুয়া নামকস্থানে সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-১৫
প্রকাশ: ২০১৮-১১-১১ ০৫:১৩:৩১ 116 Views

জহিরুল আলম কামরুল, ফেনী প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর ছনুয়া নামকস্থানে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে ২ জন নিহত, ১৫ জন আহত হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সুত্রে জানা যায়, রবিবার সকালে ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হিলকিং নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ফেনীর ছনুয়া নামকস্থানে এসে আইল্যান্ডের সাথে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১৫ জনের মতো আহত হয়। নিহতরা হলেন মোঃ নুরুল আমিন (৫৫) বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। তিনি চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামীন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। অপরজন হলেন মোঃ সিদ্দিকুর রহমান (৫৫) তার বাড়ী ফেনীর হকদিতে। আহতদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। আহত রোগীরা জানান, ফেনী থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রীবাহি বাসটি ছেড়ে গিয়ে ছনুয়া নামক স্থানে সড়কের আইল্যান্ডের উপর তুলে দিলে উল্টে যায়। চালক হেলপার ছিল তার অসতর্কতার কারনে এই দূর্ঘটনা হয়েছে বলে তারা মনে করছেন। ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ সাহাব উল্লাহ রিটু জানান, সড়ক দূর্ঘটনায় হাসপাতালে ১৭ জন রোগী আসে। তার মধ্যে ২ জন মৃত আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ভক্সপপ : আহত রোগী। সিংক : ডাঃ মুহাম্মদ সাহাব উল্লাহ রিটু, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST