নওগাঁর মহাদেবপুরের বেহুলা তলায় কালিপূঁজার মেলা অনুষ্ঠিত।
প্রকাশ: ২০১৮-১১-০৮ ০৫:৩৬:২৬ 307 Views

মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ প্রতিনিধি মাহবুবুজ্জামান সেতুর পাঠানো রিপোর্টে বিস্তারিত নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের বেহুলা তলায় আজ বুধবার দিনব্যাপী কালিপূঁজার মেলা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ২ শত বছরের পুরোনো
সাংস্কৃতি ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারো এ আনন্দ মেলার আয়োজন করা হয়। মেলায় হাজার হাজার উৎসুক জনতার উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। কালিপূঁজার মেলায় আগত দর্শকদের আনন্দ দিতে মেলা কমিটি গ্রামীণ
ঐতিহ্যবাহী মাদারের গান ও হিজড়াদের আলকাপ নাচ-গানের আয়োজন করে থাকে। এ মেলায় আনন্দ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকদের আগমন ঘটে। মেলায় বিভিন্ন রকম পণ্য যেমন-মিষ্টি-মিঠান্ন, কসমেটিকস ও খেলনা সামগ্রীর দোকান বসে। কালিপূঁজার মেলায় বিউটি রানী নামের দর্শনার্থী জানায়, এ মেলায় এসে অনেক আনন্দ উপভোগ করছি এবং অনান্য বছরের তুলনায় এবারের মেলা খুব ভাল লেগেছে আমার। মেলা কমিটির সদস্য বিপুল কুমার বলেন, ২ শত বছরের পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছরের ন্যায় এ মেলার আয়োজন করা হয়। এ মেলায় দর্শনার্থীদের আনন্দ বিনোদন দিতে মেলা কমিটির উদ্যোগে বিভিন্ন রকমের নাচ-গানের আয়োজন করা
হয়ে থাকে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST