নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা। বিএনপির ৯ নেতাকর্মী আটক।
প্রকাশ: ২০১৮-১১-০৭ ০৪:৫৫:১৮ 130 Views

শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি , চ্যানেল কর্ণফুলী ডেস্কঃ
নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ৯ জন নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো, কার্পাসডাঙ্গা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সহসভাপতি কার্পাসডাঙ্গার কোমরপুর গ্রামের মৃত্যু সুন্নত আলীর ছেলে নোয়াজেস আলী (৪৬), বিএনপি কর্মী কার্পাসডাঙ্গা ভ‚মিহীন পাড়ার সমাজ আলীর ছেলে শরিফুজ্জামান (২৮) জগোনাথপুর গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও নতিপোতা ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক স¤পাদক হেমায়েত পুর গ্রামের মৃত্যু হেদায়েত আলীর ছেলে শওকত
আলী (৪০), বিএনপি কর্মী একই গ্রামের মৃত. দলিল উদ্দীনের ছেলে রশিদুল (৪০) মৃত. বাবর আলীর ছেলে আছমত আলী (৪০) মৃত. সাবদার আলীর ছেলে হয়রত আলী (৪০) মৃত. মতিয়ার রহমানের ছেলে বাবলু (৩৮) ও মৃত মোহাম্মদ আলীর ছেলে আমিরুল ইসলাম। মঙ্গলবার এদেরকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়। আটককৃতদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ফেসবুক পেজে আটককৃত বিএনপির নেতাকর্মীদের ছবি পোষ্ট দিয়ে জানানো হয়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাসের নেতৃত্বে এসআই শেখ রাজিব আল রশিদ, এসআই আসাদুর রহমান, এসআই কাজী শামসুল আলম, এসআই মেজবাহুর রহমান, এএসআই কাত্তিক কুমার বসু সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়–হুদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা কারীদের গ্রেফতার করে মামলা দায়ের করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বিএনপি’র এসব নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST