বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম আর নাই
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৮:৩২:৪১ 941 Views

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলামের প্রথম জানাজা, সোমবার(৫ অক্টোবর) সকাল ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর সংসদ ভবনে ২য় জানাজা এবং বাদ আসর তার জন্মস্থান যশোর ঈদগাহ মাঠে তৃতীয় জানাজার পর তাকে দাফন করা হবে।
রোববার( ৪ অক্টোবর) বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১০ অক্টোবর রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তরিকুল ইসলামকে। সেখান থেকে ১২ অক্টোবর তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ নানা রোধে ভুগছিলেন। তরিকুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST