৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৫:০০:৫২ 126 Views

কর্ণফুলী ডেস্কঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৮ নভেম্বর। ওইদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় কমিশনের সভা শেষে এই তথ্য জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরী।
তিনি বলেন, কমিশন সভায় ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন কোনও এক সময় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।
তবে, তফসিলের ঘোষণা সন্ধ্যায় হতে পারে বলে জানিয়েছেন শাহাদত চৌধুরী।
এক প্রশ্নের জবাবে ইসি বলেন, আমাদের ৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। তবে, সব কিছু বিচার-বিবেচনা করে আমরা ৮ তারিখে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। তফসিলের ৪৫ দিনের কাছাকাছি ভোটগ্রহণ হবে। একটা স্ট্যাণ্ডার্ন্ড সময় অনুযায়ী আমরা ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবো।
‘তফসিল ও ভোটগ্রহণের মধ্যে কত দিন ব্যবধান হবে’ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, একটা স্ট্যাণ্ডার্ন্ড সময় অনুযায়ী আমরা ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করবো। এটা ৪৫ দিনের কাছাকাছি হতে পারে।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। তবে কতগুলো আসনে হবে তা সিদ্ধান্ত হয়নি।
নির্বাচনে সেনাবহিনী মোতায়েনের কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান শাহাদত হোসেন চৌধুরী।
রোববার বিকাল পৌনে ৬টায় সিইসি কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST