বিজয় ফুল প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ট বিজয়ী যশোরের , শার্শার পাকশিয়া কলেজ।
প্রকাশ: ২০১৮-১১-০৩ ০৫:২২:১৫ 688 Views

কর্ণফুলী ডেস্কঃ
বিজয় ফুল ও গল্প রচনায় জেলা পর্যায়ে প্রথম হয়েছে যশোরের শার্শার পাকশিয়া আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বিজয় ফুল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়েছেন ওই কলেজের ছাত্র বিএম জিদান ইস্তিয়াক রায়হান ও গল্প রচনায় প্রথম হয়েছেন একই কলেজের ছাত্র নাইমুর রহমান।নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা, উপলব্ধিও সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দ্যেশে ‘বিজয় ফুল’ তৈরি প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসবের আয়োজন করা হয় । ১৫ অক্টোবর বিজয় ফুল উৎসব উপজেলা পর্যায়ে শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তৈরি ফুল প্রদর্শন করা হয় উপজেলা পর্যায়ে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য ২৮অক্টোবর সেখান থেকে বাছাই করা হয় শিক্ষার্থীদের। ৩১ অক্টোবর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারিদের মধ্যে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
ট্যাগ :
নির্বাচন©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST