দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে
প্রকাশ: ২০১৮-১১-০১ ১৮:৪৬:০৪ 97 Views

কর্ণফুলী ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটা আমাদের সবার। আমাদের সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিতে হবে। আজ বৃহস্পতিবার গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ৯ বছর ক্ষমতায় থেকে দেশের যা উন্নয়ন করেছে, তা সবাই দেখেছেন। এখন এই দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এ সরকারের ৯ বছর ১০ মাস হতে চলেছে। আমরা এ সময়ের মধ্যে দেশের কতটুকু উন্নয়ন করতে পেরেছি। তবে এটুকু বলতে পারি, বাংলাদেশের সাধারণ মানুষ ভালো আছে। তাদের ভাগ্যের পরিবর্তন ঘটছে।
শেখ হাসিনা বলেন, গণভবন জনগণের ভবন। আজ আপনারা এ অনুষ্ঠানে এসেছেন। এখানে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই।
এর আগে সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দল এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপ শুরু হয়।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST