নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন।
প্রকাশ: ২০১৮-১১-০১ ০৪:২৬:০১ 299 Views

কর্ণফুলী ডেস্কঃ
নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের কানুগাজি সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নোয়াখালী পৌরসভার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও জেলা মহিলা যুবলীগের আহবায়ক জান্নাতুল ফেরদৌস মুক্তা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এ সড়কটি ২০ বছরেরও বেশি সময় কোনো সংস্কার করা হয়নি। ফলে এ এলাকার অধিবাসীরা চরম ভোগান্তিতে আছেন।
এসময় পৌর মেয়র শহীদ উল্যাহ খান, পৌর কাউন্সিলর জাহিদুর রহমান শামীম, রফিকুল বারী আলমগীরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে, নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্যা খান জানান, আগামী ৩ মাসের মধ্যে রাস্তাটি সংস্কার করা হবে ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST