মুক্তি পেল সারার প্রথম ছবি ‘কেদারনাথের’ টিজার (ভিডিও)
প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৯:১০:৩৫ 811 Views

মুক্তি পেল সারার প্রথম ছবি ‘কেদারনাথের’ টিজার (ভিডিও)
সারা আলি খানের ডেবিউ ছবি কেদারনাথের টিজার প্রকাশ পেয়েছে। টিজার মুক্তির আগের দিন ছবির প্রযোজক প্রজ্ঞা কাপুর বলেছেন, সাধারণ প্রেমের গল্পের থেকে আলাদা এই ছবি।
প্রকৃতির ক্রোধের প্রেক্ষাপটে কেদারনাথ একটি লাভ স্টোরি। এক বিবৃতিতে প্রজ্ঞা বলেন, ‘সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ। তাঁদের প্রচুর অবদান রয়েছে। দর্শকদের কাছে কেদারনাথকে নিয়ে আসতে আমরা উদগ্রীব।’
গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে ১৪ কিলোমিটার জায়াগায় শুট করা হয়েছে ‘কেদারনাথ’। ২০১৩ সালে পাহাড়ে সুনামি আসার পর ধ্বংস হয়ে যায় শহরের দু’হাজার বছরের পুরনো শিবমন্দির, সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি।
মনসুর ও মুক্কুর প্রেমের গল্প ছিল এই। চরিত্র দু’টিতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত ও সারা আলী খানকে।
এর আগে পরিচালক অভিষেক কাপুর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছেন কাই পো চে ছবিতে। ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরই সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় ছবি নিয়ে। সেই সঙ্গেই সারা ও সুশান্তের প্রথম ঝলক হইচই ফেলে দিয়েছে বলি মহলে।
ভারতের উত্তরাখণ্ডের বন্যার ভয়ঙ্কর রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে। ২০১৩ সালে পাহাড়ে সুনামি আসার পর শহরের মন্দির নিঃশেষ হয়ে যায়, হাজারের মানুষ মারা যায়, সেই প্লটেই সাজান হয়েছে এই গল্প।
আগামী ৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST