চবি শিক্ষকবাসে শ্রমিকদের হামলা, ড্রাইভারকে মারধর
প্রকাশ: ২০১৮-১০-২৯ ১৯:১৮:১৪ 217 Views

কর্ণফুলী ডেস্ক :
চবি শিক্ষকবাসে শ্রমিকদের হামলা, ড্রাইভারকে মারধর
নগরীর বাস টার্মিনাল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকদের বাসে পরিবহন শ্রমিকরা হামলা চালিয়েছে। সকাল ৮টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়গামী বাসের (বাস নং-১১০০২৫) ড্রাইভার দুলালকে মারধর করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয় শ্রমিকরা।
আক্রান্ত বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী তিন নাম্বার বাস ছিল। সকাল ৭টা ৪৫ মিনিটে রাহাত্তারপুল এলাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা করে বহদ্দারহাট টার্মিনালে পৌঁছালে এ ঘটনা ঘটে। আক্রান্ত ড্রাইভারের মানিব্যাগে নগদ ৩ হাজার একশ টাকা এবং ১৫ হাজার টাকা সমমূল্যের মোবাইল ছিনতাই হয়েছে বলে জানা গেছে। এসময় প্রায় ২৫-৩০ জন শ্রমিক মারধর করে ড্রাইভারের মুখে আলকাতরা লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী চবি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হারুন-উর-রশীদ সিভয়েসকে বলেন, টার্মিনাল এলাকায় বাসটিতে হামলা হয়। ধর্মঘটের আওতামুক্ত আছে বলার পরেও তারা ড্রাইভারকে অনেক মারধর করে। আহত অবস্থায় সে কোনরকমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চালিয়ে নিয়ে আসে। তাকে চবি মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী এ ব্যাপারে এখনো কিছু জানেন না বলে সিভয়েসকে জানিয়েছেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST