নয়া মার্কিন দূত হিসেবে সিনেটের অনুমোদন পেলেন আর্ল মিলার
প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৮:৩১:৩২ 801 Views

ঢাকায় ওয়াশিংটনের পরবর্তী দূত হিসেবে আর্ল মিলারকে চুড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। আজ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে আর্ল মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটের ফরেন রিলেশন কমিটির মুখোমুখি হন। সেখানে তাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়া ও দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। সিনেটের ওই শুনানির ভিত্তিতে ফরেন রিলেশন কমিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চুড়ান্ত করেছে। বাংলাদেশে আসার আগে তাকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হবে। তিনি মার্শা বার্নিকাটের উত্তরসুরী হিসেবে দায়িত্ব নেবেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST