মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে
প্রকাশ: ২০১৮-১০-২২ ১৯:২৭:১৬ 108 Views

কর্ণফুলী ডেস্ক :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। ২০০৯ থেকে ২০১৮ প্রায় ১০ বছর সরকারে রয়েছি। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম- ‘দিনবদলের সনদ’। আজকে বাংলাদেশে মানুষের জীবনে সত্যি পরিবর্তন হয়েছে এবং দিনবদলের যাত্রা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা ২১ শতাংশে নামিয়ে এনেছি। আগে যা ছিল ৪০ শতাংশ। আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা যারা রাজনীতি করি, শুধু নিজেদের ভাগ্য গড়া নয়, নিজেদের আর্থিক সচ্ছলতা নয়, দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম। তৃণমূল পর্যায়ের মানুষ কি পেল, তাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে সে লক্ষ্য হতে হবে।
নির্বাচিত প্রতিনিধির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে গিয়েছিলেন, যে ভোট তারা আপনাদের দিয়েছে, তার বিনিময়ে আপনি যতদিন থাকবেন (ক্ষমতায়) তাদের কি দিতে পারলেন; সেই হিসাবটা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা সরকারে আসার পর সেই চেষ্টাটাই করেছি। ফলে আজকে বাংলাদেশের মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন হয়েছে, দিনবদলের পালা শুরু হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে।
বরিশাল সিটি মেয়রের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের বরিশাল বিভাগ কতটা অবহেলিত ছিল, একবার চিন্তা করে দেখুন। প্রথমবার ক্ষমতায় এসেই সেই শিকারপুর দোয়ারিকা, গাবখানসহ সব বিভিন্ন ব্রিজ ও রাস্তাঘাটের উন্নয়ন করি।
তিনি আরও বলেন, বরিশালের যে শস্যভাণ্ডার নাম, সেই নামটিই হারিয়ে গিয়েছিল, আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। বরিশাল বিভাগজুড়ে উন্নয়ন চলছে। সূত্র: ইউএনবি।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST