৩০ ডিসেম্বরের নির্বাচন, একটি সম্পূর্ণ পাতানো নির্বাচনঃ আলহাজ্ব মুজিবুর রহমান
প্রকাশ: ২০১৯-০২-২০ ০৮:৩৩:৪৭ 1311 Views

সাতকানিয়া উপজেলা বি এন পির সাধারন সম্পাদক ও সাতকানিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবন পাড়ি দিয়ে এখনও আছেন বি এন পির রাজনীতির সাথে। তার নেতা কর্মীদের অনেকেই তাকে সাতকানিয়া বি এন পির অভিভাবক হিসেবে দাবি করেন। সম্প্রতি তিনি সাতকানিয়ার নিজ বাড়িতে এলে চ্যানেল কর্ণফূলী প্রতিনিধি মোঃ তারেকুল ইসলাম তার সাথে সৌজন্য সাক্ষাত করেন।
দীর্ঘ রাজনৈতিক আলাপ চারিতার পর সাতকানিয়ার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখাকালে তিনি বিগত এবং আসন্ন নির্বাচন সম্পর্কে কথা বলেন। সেই সাথে চট্টগ্রাম সার্কিট হাউজে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলা নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচন একটি সম্পূর্ণ পাতানো নির্বাচন। এটি নির্বাচনের নামে প্রহসন। এই নির্বাচনে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, ’আগামী এক বছরের মধ্যে এই সরকার ভেঙ্গে দেওয়া হবে এবং নতুন করে নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।’
উপজেলা নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি চ্যানেল কর্ণফূলীকে বলেন, ’এই নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচন করবোনা। এই নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের আদেশ মেনেই কাজ করে। এই কমিশনের উপর আমাদের আস্থা নেই।’
’
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন দুবাই বি এন পি নেতা মোহাম্মদ আমির হোসেন, সাতকানিয়া উপজেলা বি এন পি নেতা মোঃ আইয়ুব, সাতকানিয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ ফোরকান, সাতকানিয়া উপজেলা তরুণদল নেতা মোঃ আব্বাস কামাল ভুট্টো ও মোঃ তৌহিদ সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST