জাপার সমাবেশের শুরুতেই হাতাহাতি, গানবাজনা বন্ধ করল খেলাফত
প্রকাশ: ২০১৮-১০-২০ ০৬:৪০:২৬ 104 Views

নিউজ ডেস্ক :
মহাসমাবেশ
জাতীয় পার্টির নেতৃত্বে সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ শুরুর আগেই সেখানে শুরু হয় হাতাহাতি। সাংস্কৃতিক মঞ্চে গানবাজনাও বন্ধ করে দেয় খেলাফতে মজলিশ।
এরই মধ্যে মহাসমাবেশস্থলে এসে পৌঁছেছে দলগুলোর কেন্দ্রীয় নেতা ও সমর্থকরা। একসময় সমর্থকদের একাংশের মধ্যে চেয়ার ও লাঙ্গল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরবর্তীতে কেন্দ্রিয় নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়।
এছাড়া মহাসমাবেশের মঞ্চের পাশে আরেকটি মঞ্চে সাংস্কৃতিক আয়োজনে গান চলছিল শিল্পী শাহনাজ বেলীর। পরে তা বন্ধ করে দেয় খেলাফতে মজলিশ।
ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে এই মহাসমাবেশ থেকে নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে পারে জাতীয় পার্টি।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST