প্রায় তিন কোটি অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য চুরি
প্রকাশ: ২০১৮-১০-১৮ ১৮:১১:৪৭ 631 Views

অনলাইন ডেস্ক
প্রায় তিন কোটি ফেসবুক অ্যাকাউন্টের (২ কোটি ৯০ লাখ) ব্যক্তিগত তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার রাতে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, হ্যাকাররা ফেসবুক ব্যবহারকারী তিন কোটি মানুষের তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।
ফেসবুক আরো জানায়, বিশেষ অ্যাপকে কাজে লাগিয়ে ফেসবুক অ্যাকাউন্ট গ্রাহকদের ‘অ্যাকসেস টোকেন’ চুরি করা হয়েছে। তার পরে সহজেই হ্যাকাররা হাতিয়ে নেয় সংশ্লিষ্ট তথ্যসমূহ। এই তথ্যের মধ্যে গ্রাহকদের নাম-ঠিকানা থেকে ফোন নাম্বার সবকিছুই রয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, ফেসবুক থেকে ব্যক্তিগত তথ্য যাঁদের চুরি গেছে, তাঁদের ঠিক সময়ে অবহিত করা হবে।
এর আগেও গত সেপ্টেম্বরে ফেসবুক দাবি করেছিল, সাইবার অ্যাটাকে কমপক্ষে ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST