রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: ড. কামাল
প্রকাশ: ২০১৮-১২-৩০ ০৪:৪৫:৩৯ 729 Views

ঢাকা:
তিনি বলেছেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।
রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন ড. কামাল। পরে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।
ড. কামাল বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবোজ্জ্বল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST