করোনা টিকা নিলেন সংসদ সদস্য রুহুল আমিন মাদানী
প্রকাশ: ২০২১-০৪-০৩ ০৯:০৬:৫৭ 34 Views

মামুনুর রশিদ (ত্রিশাল, ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ ৭ – ত্রিশাল আসন এর জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন।
শনিবার (৩ এপ্রিল) সকালে তিনি টিকা নেন।
জানা যায়, জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী সর্বপ্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই তার নির্বাচনী এলাকায় মানুষকে সচেতনতা বৃদ্ধি জন্য কাজ করে। গত এক বছর আগে যখন করোনাভাইরাস বিশেষ আকার ধারণ করে ও লকডাউন চলাকালীন সময়ে তিনি মানুষের খোঁজ খবর নিয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ওই সময় যারা লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে যারা খাদ্য সামগ্রীর নিতে অনীহা প্রকাশ করেন তাদের জন্য খোলা হয়েছিল হটলাইন।
উক্ত নাম্বারে ফোন দিলে বিনামূল্যে খাদ্য সামগ্রী মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়।
এছাড়াও গত লকডাউনে সংসদ সদস্য রুহুল আমিন মাদানীর নির্দেশে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অবহেলিত ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রিশাল উপজেলার ১২ টি ইউনিয়নের হত দরিদ্র অসহায় ঘরবন্দি মানুষের নিকট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST