মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন
প্রকাশ: ২০২১-০৩-২৮ ০৬:৪৭:৪৪ 8 Views

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুইদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মান্দা উপজেলা পরিষদ মাঠে (শনি ও রবিবার) দুইদিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। মেলায় বিভিন্ন দপ্তরের ২৮টি ষ্টল অংশ নিয়েছে।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ মাঠে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউএনও আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবীব প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, ডিজিএম আসাদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ফ.ম আরেফিন সিদ্দিকী প্রমূখ।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST