তাড়াইলে ধানের শীষ প্রার্থী ড.সাইফুল ইসলামের গণসংযোগ
প্রকাশ: ২০১৮-১২-২৪ ১২:১৪:২৫ 223 Views

কিশোরগঞ্জ-৩ ( তাড়াইল-করিমগঞ্জ ) আসনের ধানের শীষ প্রার্থী ড.সাইফুল ইসলাম তাড়াইলে গণসংযোগ করেছেন । সোমবার (২৪ডিসেম্ভর) বেলা ১১ টার দিকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন সড়কে পথচারীদের সাথে গণসংযোগ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মো.সাইদুজ্জামান মোস্তফা,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শরিফুল মাহমুদ শোয়েব সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ । এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ড.সাইফুল ইসলাম বলেন সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করতে পারলে এই আসনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে ।
নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি অথচ আপনার কোনও পোষ্টার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না কেন,উত্তরে তিনি বলেন ধানের শীষ মানুষের হৃদয়ে আছে । আল্লাহ যদি সহায় হোন তবে আমার তথা ধানের শীষের বিজয় সুনিশ্চিত ।তাছাড়া আজ থেকে আপনাদের এলাকায় পোষ্টার দেখতে পাবেন । উল্লেখ্য ড.সাইফুল ইসলামের বাড়ি করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামে।কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ ) আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ১৫৮ জন ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST