ফতুল্লায় আগুনে ২৮টি দোকান পুড়ে ছাই
প্রকাশ: ২০২১-০৩-২৩ ০৪:৪৫:৪২ 31 Views

কর্ণফুলী ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদমারী বস্তিতে আগুনে একটি রিকশা গ্যারেজসহ অন্তত ২৮টি দোকান ও ঘর পুড়ে গেছে। সোমবার (২২’শে মার্চ) দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সোমবার মধ্যরাতে চাঁদমারী বস্তিতে আগুন লাগার পর দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্ডলপাড়া, ফতুল্লা ও হাজীগঞ্জ থেকে ১০টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আধাঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST