ঠাকুরগাঁও রেশম কারখানা পুনরায় চালুকরণ ও উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০২১-০৩-২২ ১৪:৩০:৫৪ 32 Views

Spread the love
মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও রেশম কারখানা পুনরায় চালুকরণ ও উন্নয়নকল্পে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সোমবার ( ২২ মার্চ) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি উপস্থিত ছিলেন।
এসময় সভায় বক্তব্য দেন, মোবাইল কলের মাধ্যমে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের উপ সচিব আব্দুল হাকিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, মাহাবুবুর রহমান খোকন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলার চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, রেশম কারাখানার ঠাকুরগাঁও জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক সুলতান আলীসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মামুন অর রশিদ প্রমুখ।
সভায় ঠাকুরগাঁও রেশম কারখানাটি ব্যক্তিখাতে ৫ বছরের জন্য লীজ দেওয়া হবে বলে জানানো হয়। তবে কারখানাটি লীজ গ্রহণে আগ্রহীরা ৫ বছরের পরিবর্তে ১০ বছরের লীজ দেওয়ার আহ্বান করেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST