হায় রে রংতুলির শিল্পী, কাজের খোঁজে সারাদিন
প্রকাশ: ২০২১-০৩-২১ ০৬:০৬:১১ 57 Views

সাইনবোর্ড, ব্যানার, আলপনা, সিনারি, ছবিআঁকা, দেয়াল লিখন এ যেন কমার্শিয়াল আর্টিস্ট তুলি শিল্পীর শুধুই স্বপ্ন। বাংলাদেশ সরকার সুদৃষ্টি দিলেই ফিরিয়ে আনতে পারে তুলি শিল্পীর উন্নতি।
বর্তমান প্রেক্ষাপটে স্কুল কলেজের কাজ ও করানো হচ্ছে আধুনিক প্রযুক্তি ডিজিটাল মেশিন দিয়ে এ যেন তুলি শিল্পীর চরম শত্রু।
আধুনিক প্রযুক্তির কারনে হারিয়ে যাচ্ছে শিল্পীর রং তুলির ছোঁয়া। যুগের সঙ্গে রুচির পরিবর্তন হওয়ায় ইতোমধ্যে পেশা পরিবর্তন করেছেন শতাধিক শিল্পী এর মধ্যে পেশা পরিবর্বতনের করার পথে আরও একজন।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাধীন আর্ট ফার্মের কর্ণধার যিনি ২০০০ সাল থেকে তাড়াইল উপজেলায় রং তুলির কাজ করে আসছিল।
স্বল্প খরচে ডিজিটাল মেশিনের পিভিসি, প্যানা দেখতে স্থায়ী ও সুন্দর হওয়ায় সবার আগ্রহ এখন এই ডিজিটালের দিকে।
ডিজিটাল পিভিসি ও প্যানা ব্যবসায় পুঁজি বেশি লাগায় রং তুলির বাণিজ্যিক শিল্পীদের পক্ষে এ ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই অনেকেই বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন। বর্তমান যুগের ডিজিটাল প্রিন্টের কারণে বাণিজ্যিক রং তুলির অনেক শিল্পীরা এখন বেকার হয়ে পড়েছে। অনেকেই রং তুলির শিল্পীর কাজ ছেড়ে দিয়ে এখন অন্যান্য পেশায় জড়িয়ে পড়েছেন।
‘কাপড়ে হাতে লেখা ব্যানার তৈরির কাজ করেন কিনা’ জানতে চাইলে জানা যায়, বর্তমানে ডিজিটাল ব্যানারের (পিভিসি, প্যানা) চাহিদার তুলনায় হাতে লেখা ব্যানারের চাহিদা একেবারেই নেই, আর তাই এখন তারা হাতে লেখা ব্যানারের কাজ করেন না বলে জানান মুকরামিন খান ।
তিনি আরও জানান, বর্তমান ডিজিটাল যুগে আধুনিকতার ছোঁয়া মানুষের রুচি পরিবর্তন হওয়ায় সর্বত্রই পিভিসি, প্যানা’র বাজারে রং তুলির শিল্পীরা কর্মহীন হয়ে পড়েছেন। ওইসব কর্মহীন শিল্পীদের পাশে নেই কোন সরকারি অথবা প্রাইভেট মোহল রং তুলির শিল্পীদের মাঝে তিনিও ছিলেন।
বর্তমানে হাতে লেখা কাজের চাহিদা খুব কম থাকায় এলাকায় অন্যরা এ ব্যবসা ছেড়ে দিলেও তিনি কষ্ট হলেও কোনরকম টিকে আছেন। বাৎসরিক ঘর বাড়ার টাকাও মিলাতে পারছেন না শিল্পীরা।
ট্যাগ :
তুলি শিল্পী©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST