ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ
প্রকাশ: ২০২১-০৩-১৭ ০৬:০৮:২৫ 74 Views

মুজিববর্ষ উপলক্ষে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ। সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দুই দেশের জাতীয় সংগীত বাজিয়ে গার্ড অব অনার দেয়া হয় মালদ্বীপের প্রেসিডেন্টকে।
পরে গার্ড পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ। বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST