বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে আহত ৪
প্রকাশ: ২০২১-০৩-১৪ ০৭:০৫:৩৭ 95 Views

কর্ণফুলী ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনার কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে দুই শ্রমিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, আহতদের মধ্যে দু’জন চীনা নাগরিক, অন্যরা বাংলাদেশি। তদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তারা ওই প্রকল্পে কাজ করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের এক কর্মকর্তা বলেন, বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ভেঙে পড়ে যায়। এতে আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দু’জন শ্রমিক রয়েছেন।
তবে গার্ডারটি কিভাবে ভেঙে পড়েছে তা এখনো জানা যায়নি। বর্তমানে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST