আজ পবিত্র শবে মেরাজ
প্রকাশ: ২০২১-০৩-১১ ০৫:৩৬:৫৬ 72 Views

আজ পবিত্র শবে মেরাজ (১১ মার্চ, বৃহস্পতিবার)। লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে শবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয়। এ রাতে এবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন মুৃসল্লিরা।
ইসলাম ধর্ম মতে, মহানবী হজরত মুহাম্মদ-সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের আরবী রজব মাসের ২৬ তারিখ রাতে হজরত জিবরাইল আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সপ্তম আকাশে আল্লাহর দিদার লাভ করেন। ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এ রাতেই ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন মহানবী।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে আজ বৃহস্পতিবার রাতে সারা দেশে পালিত হবে ১৪৪২ হিজরির সালের পবিত্র শবে মেরাজ। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা ‘মিরাজুন্নবী (সা.)’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশব্যাপী সব মসজিদে মিলাদ মাহফিল, নফল নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ মুসলমানরা রাত জেগে ইবাদত-বন্দেগি করবেন।
ট্যাগ :
শবে মেরাজ©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST