লোহাগাড়ার কলাউজান খদিজাতুল কুবরা(রাঃ) মহিলা মাদ্রাসা ও শাহ মজিদিয়া হেফজখানা এতিমখানার বার্ষিক সভা সম্পন্ন
প্রকাশ: ২০২১-০২-২৩ ০৯:২৮:৪৭ 128 Views

Spread the love
শিহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি।
লোহাগাড়া উপজেলার স্বনামধন্য মহিলা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম কলাউজান হযরত খদিজাতুল কুবরা(রাঃ) মহিলা মাদ্রাসা, শাহ মজিদিয়া হেফজখানা এতিমখানার বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে।
২২ ফেব্রুয়ারী সকাল খতমে কোরআন অায়ােজনের মাধ্যমে বার্ষিক সভা ও ইছালে সওয়াব মাহফিলের কার্যক্রম শুরু হয়।
অত্র মাদ্রাসার সুপার মাওলানা আনিসুল মোস্তফার সঞ্চালনায় পশ্চিম কলাউজান খদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বায়তুশ শরফের বিশিষ্ট মুবাল্লেগ মাওলানা কাজ্বী মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে
মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে অালোচনা করেন লোহাগাড়া উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস বিশিষ্ট ইসলামিক আলোচক হযরত মাওলানা হাফেজ শাহ্ আলম, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর ঈসা শাহেদী, কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল মাদ্রাসার প্রাত্তন অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু বকর, মাওলানা নুরুচ্ছফা ফারুকী, মাওলানা হাফেজ জকরিয়া,মাওলানা ইউসুফসহ আরো বিভিন্ন ওলামায়ে কেরামগণ অালোচনা উপস্থাপন করেন।
মাহফিলে এলাকার সর্বজন শ্রদ্ধেয়, শিক্ষানুরাগী অালহাজ্ব বদরুল কবীর, বিশিষ্ট অা.লীগ নেতা ও শিক্ষানুরাগী মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এভিপি ও লোহাগাড়া শাখা প্রধান হারুনুর রশিদ সিকদার, সাংবাদিক আবুল কালাম আজাদ, আলহাজ্ব একরামুল হক,নুরুল হক সিকদার, মুহাম্মদ অাইয়ুব আলী,মাওলানা নুরুচ্ছফা জিহাদি, মাষ্টার রাশেদ হােসাইন, মাওলানা ফরিদুল আলম,মাওলানা ফেরদৌস সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্কুল মাদ্রাসা, হেফজখানার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত অাছেন।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST