“মাত্র ৬ মাসে পবিত্র কুরআনের হাফেজা হলেন চট্টগ্রামের মেয়ে নওমুসলিম জান্নাত”
প্রকাশ: ২০২১-০২-২৩ ০৪:৪৬:২৭ 211 Views

Spread the love
চটগ্রাম নগরীর বহদ্দারহাট হাজী চাঁন্দমিয়া সওদাগর এলাকার নওমুসলিম দম্পতি আবুল কালাম ও ফাতেমা আক্তারের একমাত্র সন্তান জান্নাত বিনতে কালাম চট্টগ্রামের সুপরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুন নূর মাদরাসা চট্টগ্রাম থেকে মাত্র ৬ মাসে পবিত্র কুরআন মুখস্থ করেছেন।আলহামদুলিল্লাহ।
এতে জান্নাতের মা-বাবা আবেগ আপ্লূত হয়ে মহান আল্লাহ তা’য়ার দরবারে কান্না জড়িত কন্ঠে শুকরিয়া জ্ঞাপন করেন। সাথে মারকাজুন নুর মাদ্রাসার প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জান্নাতের গর্বিত মা ফাতেমা আক্তার বলেন, আমার মেয়ে বড় হয়ে বিজ্ঞানী হতে চাই, এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
মারকাযুন নুর মাদরাসা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা তাওহীদ আসলাম ফারুকী বলেন, জান্নাত খুব মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। তার একান্ত প্রচেষ্টা সাথে আমাদের তত্ত্বাবধান ও আল্লাহর বিশেষ রহমতের কারণে মেধাবী ছাত্রী জান্নাত মাত্র ৬ মাসে পবিত্র কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।এরকম ঘটনা বাংলাদেশে বিরল।আমরা এই রকম ছাত্রী পেয়ে গর্বিত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
ট্যাগ :
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST