চন্দনাইশে ৫ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
প্রকাশ: ২০২১-০২-১৮ ০৬:১১:১৪ 313 Views

কর্ণফুলী ডেস্ক: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় চন্দনাইশে আরও পাঁচটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। একইসঙ্গে চিমনি ও পোড়ানোর জন্য রাখা বেশকিছু কাঁচা ইট ধ্বংস করা হয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার হাশিমপুর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ অভিযান চালিয়ে ইটভাটা পাঁচটি উচ্ছেদ করেন।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হল, বাগিচাহাট হয়রত আলী শাহ মাজার সংলগ্ন এলাকার মেসার্স বার আউলিয়া ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং, মেসার্স আলী শাহ্ (রাহ) ব্রিকস্ কো., বিছমিল্লাহ ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং, মেসার্স আলী শাহ্ ব্রিকস্, মেসার্স আর. বি. এল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে যেসব অবৈধ ইটভাটা রয়েছে সেগুলো ভেঙ্গে ফেলা হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্যনুযায়ী চন্দনাইশে ৩২টি ইটভাটার মধ্যে মাত্র ৫টির ছাড়পত্র আছে। বাকি ২৭টির ছাড়পত্র নেই। এরমধ্যে ৫টি আজ অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST