চ্যানেল কর্ণফুলির বিশেষ প্রতিনিধি শিহাব উদ্দিনের জন্মদিনে কর্ণফুলি পরিবারের শুভেচ্ছা
প্রকাশ: ২০২১-০২-১৭ ০৪:৫৯:৪১ 299 Views

Spread the love
নিউজ ডেস্কঃ চ্যানেল কর্ণফুলির বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান, বাংলাবাজার, সওদাগর পাড়ার সন্তান শিহাব উদ্দিন।
১৭ ফেব্রুয়ারী, আমাদের উক্ত প্রতিনিধির জন্মদিন।
আমরা চ্যানেল কর্ণফুলি পরিবারের তরফ থেকে শিহাব উদ্দিনের উত্তরোত্তর সাফল্য আর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
উল্লেখ্য যে, সাতকানিয়া-লোহাগাড়ার পাশাপাশি চট্টগ্রাম পার্বত্য জেলা বান্দরবান অঞ্চল থেকে অনেক বাঁধা বিপত্তি মোকাবেলা করে নিয়মিতভাবে সংবাদ সংগ্রহ করে তা প্রচার করে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি চ্যানেল কর্ণফুলির শ্রেষ্ট সংবাদদাতার ক্রেস্ট এ ভূষিত হয়েছেন।
©2016 CHANNEL KORNOFULI (PVT) LTD (Reg no : 12384)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে আবেদিত।
Developed by CHOST